আজ সোমবার এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক সংস্থা রাইট টু ফ্রিডম-এর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এর আগেও বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খারাপ না ব্যক্তিত্তের দিক দিয়ে এবং তার যে আন্তরিকতার অভাব আছে সেটা আমরা কখনোই বোধ করি না। কিন্তু তিনি বারবার ব্যর্থ হয়ে যান তার দায়িত্ব পালন করতে গিয়ে। মানুষের মনে আইন-শৃঙ্খলার ব্যাপারে যে একটা ভয় ভীতি আছে সেটি কিন্তু এড্রেস করা দরকার।”
তিনি বনশ্রীর ডাকাতির সেই উদাহরণ দিয়ে বলেন, “এই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করতে হবে। কারণ তিনি যে দায়িত্বে আছেন তার সফলতা যেমন তার ব্যর্থতাও তার নিজের।”
তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টাকে যেভাবে সরানো হয়েছে,স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু এইরকম জায়গাতেই ফেইল করছেন তাই তার উপরে কমে যাচ্ছে জনগণের আস্থা । “অন্য কাউকে দিয়ে এই দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা এই নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার বলে আমরা বোধ করছি।”