- আমাকে ফ্যাসিস্ট সরকার জীবিত মানুষ চাপা দিয়ে মারার আদেশ দিয়েছিলঃ সারওয়ার্দী
- শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করায় ৮ শিক্ষার্থী বহিষ্কারঃ প্রতিবাদ ছাত্রদলের
- আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবেঃ যা বললেন প্রধান উপদেষ্টা
- সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: এনসিপি-আখতার হোসেন
- বাজারে সবজির চড়া দাম, কৃষকদের হতাশাঃ বাজার পরিদর্শনে যা জানা গেলো!
- নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ এনসিপি-র
- আত্মপ্রকাশ হল নতুন দল “বাংলাদেশ আ-আম জনতা পার্টি”
- সংস্কারের পরই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: ইসলামি আন্দোলনে ফয়জুল করীম
Author: Sad Bin
আজ ১৯ এপ্রিল রোজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী এক বিস্ফোরক তথ্য দিয়েছেন । তিনি বলেছেন, চাকরিতে থাকার সময়ে ফ্যাসিস্ট সরকার তাকে জীবিত মানুষ চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দিয়েছিল। হাসান সারওয়ার্দী বলেন, একজন সৈনিক আমি। দানবের রূপ সৈনিক থাকতেই চোখে দেখেছি। আমি দেখেছি যে জীবিত মানুষকে জেন্ত চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দেয়া হয়। আমি ১১৮টা পুড়ে যাওয়া লাশ দেখেছি। সারওয়ার্দী এই বিষয়ে বলেন, ‘কাল এই লাশ নিয়ে বিএনপি মিছিল করবে বলে বলা হয়েছিল , তাই এখনি গুম করে ফেলো। আমি সেই প্রথম পরিচিত হলাম গুমের…
আজ ১৯ এপ্রিল রোজ শনিবার ঢাকার উত্তরার বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করার কারনে এবং বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি পালন করার কারনে ৮ শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১১টার দিকে কলেজ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে । মানববন্ধন শেষ হলে স্মারকলিপি প্রদান করা হয় কলেজের অধ্যক্ষ বরাবর । এতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম নেতৃত্ব প্রদান করেন । শ্যামল মালুম উক্ত মানববন্ধনে বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণের সকল ধরনের মৌলিক অধিকার হরণ করে ফ্যাসিবাদী শাসন…
এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে আগামী জাতীয় নির্বাচন। এই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ ১৯ এপ্রিল রোজ শনিবার তার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন “এএনএফআরইএল” এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এ নির্বাচন । দেশের গণতান্ত্রিক যাত্রায় এটি বিবেচিত হবে একটি মাইলফলক হিসেবে । প্রতিনিধিদলে ছিলেন—সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই এবং প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান । প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়…
আজ ১৯ এপ্রিল রোজ শনিবার এনসিপি প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে এক ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—র দলটির সদস্য সচিব আখতার হোসেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় বলে জানান । তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আখতার হোসেন বলেন, যতটুকু সময় বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির জন্য প্রয়োজন, ততটুকু সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পেতে পারে। কোনোভাবেই এই কাজ ব্যতীত এই সরকার সময় পেতে পারে না। এই সরকার সংস্কারভিত্তিক কাজেই সময় পাবে। তিনি আরও বলেন, যে ঘটনা এক-এগারোর মতো ঘটেছে, এতে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব…
দোকানিরা সবজি যোগানের বিষয়ে জানান, কারওয়ানবাজারে টানা গত দুই দিন সবজির ট্রাক কম এসেছে। ভালো নয়সবজির মানও । কেজিপ্রতি একাধিক সবজির দাম গত ২ সপ্তাহে বেড়েছে অন্তত ২০ টাকা । এরমধ্যে টমেটো আর বেগুন উল্লেখযোগ্য। বাজার ঘুরে পরিদর্শন করে দেখা যায়, লেবুর প্রতিহালির দাম ৪০ টাকা, টমেটো, গাজর ও শসা ৫০ টাকা কেজি এবং বেগুন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অনদিকে, পেঁয়াজের দাম নতুন করে বেড়ে গিয়েছে। বিক্রেতারা জানান, শীতের সবজির মৌসুম কেবলমাত্র শেষ হয়েছে। তাই পাওয়া যাচ্ছে না সব ধরনের সবজি । এ কারণে একটু বেশি যাচ্ছে সবজির দাম । আর পেয়াজ উৎপাদন বৃষ্টির কারণে অনেকাংশে কমে গেছে। একজন…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে । আজ ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে জমা দেওয়া হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সময়ন্ব কমিটির কো-অর্ডিনেটর । এনসিপি এই চিঠিতে জানায়, গণমানুষের প্রত্যাশার আলোকে ঐতিহাসিক জুলাই- আগস্ট ২৪-গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণ-অভ্যুত্থানের পর পর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শুরু করেন বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম । তন্মধ্যে একটি কমিশন গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এবং একটি…
বাংলাদেশে “বাংলাদেশ আ-আম জনতা পার্টি” নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আজ ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছে । দলটি ঘোষণা দিয়েছে জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাকে বেশি প্রাধান্য দেওয়ার । ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এই দলটির ঘোষণাপত্র পাঠ করেন। ফাতিমা তাসনিম এখানে সদস্য সচিব হিসেবে আছেন । দেশের জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দলটির কাজ করার অঙ্গীকার করেছে। তারা কর্মসংস্থান, ডিজিটাল প্রশাসন, সুশাসন, অসাম্প্রদায়িক সমাজ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যে কাজ করতে চায়।
আজ ১১ এপ্রিল রোজ শুক্রবার লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রতিনিধি সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জাতীয় নির্বাচন প্রয়োজনীয় সংস্কার শেষ না করে কখনোই দেওয়া উচিত হবে না। তিনি আরও দাবি করেন, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এবং তা সংস্কারের পরই হওয়া উচিত, নইলে প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচন ও পুনরায় ক্ষমতায় আসবে দুর্নীতিবাজরা। তিনি বলেন, চাঁদাবাজির জন্য ইসলামি আন্দোলন রাজনীতি করে না এবং আর ক্ষমতায় বসতে দেওয়া যাবে না দুর্নীতিবাজদের ।
১০ এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব দেন । জাতীয় ঐকমত্য কমিশনকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণ করার জন্য প্রস্তাব দিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে লিখিত মতামতে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।
আওয়ামী লীগের বিচার প্রশঙ্গে চারটি বিষয়ে হেফাজত ও এনসিপি একমত হয় । এ বিষয়গুলো হলো: ১ গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার করতে হবে। ২ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্থগিত রাখতে হবে। ৩ আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নির্বাচনের আগেই দৃশ্যমান করতে হবে। ৪ আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।