নিজস্ব প্রতিবেদক:
ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্টসহ ভিসা দেওয়ার দাবিতে মানববন্ধন করছেন দেশটিতে গমনেচ্ছুরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে যোগ দেয় কয়েকশ ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী।
তাদের কয়েকজন গুলশানে অবস্থিত ইতালি দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেন। তবে তাদের রাস্তায় আটকে দেয় সেনাবাহিনী।
সরেজমিনে দেখা যায়, গুলশান ২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে দিয়ে ইতালি দূতাবাসে যাওয়ার রাস্তায় প্রায় একশ জন আন্দোলনকারী অবস্থান নেন। এসময় তারা দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেন। তবে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের আটকে দেন। পরে আন্দোলনকারীরা দূতাবাসের সামনের রাস্তায় অবস্থান নেন।
এদিকে, দুপুর ১টার দিকে ইতালি দূতাবাস থেকে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি সমন্বয়ক দল আলোচনা করে ফিরে আসে। তাদের ইতালি দূতাবাসের পক্ষ থেকে পাঁচ মাস অপেক্ষা করার কথা বলা হয়। তবে এতে আন্দোলনকারীরা সন্তুষ্ট নন।
তারা বলছেন, তাদের দাবি আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলে আন্দোলন থেকে সরে যাবেন না। তারা এখন গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সোমবার সকাল থেকে গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভিসাপ্রত্যাশীরা। ইতালি এম্বাসিতে আটকে থাকা ২০২৩-২০২৪ সালের সব পাসপোর্ট ভিসাসহ ফেরত দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।