ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন । বর্তমানে শিশুটি ভেন্টিলেশনে রয়েছে।
এই নৃশংস ঘটনা উল্লেখ করে ঢালিউড অভিনেত্রী তমা মির্জা তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, _”আমরা চুপ থাকতে থাকতে বোবা হয়ে গেছি , আমরা বিবেকহীন হয়ে গেছি সহ্য করতে করতে । আমরা অমানুষ হয়ে গেছি এইসব মেনে নিতে নিতে , আমরা লজ্জাহীন , অত্যন্ত নির্লজ্জ জাতি ..”_
এদিকে, থানার সামনে এলাকাবাসী বিক্ষোভ করেছেন হিটু শেখের কঠোর শাস্তির দাবি জানিয়ে । পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছেন।
শিশুটির মায়ের অভিযোগ যে, শিশুটিকে ৩ জন মিলে পাশবিক নির্যাতন করেছে। গলা টিপে হত্যা করার চেষ্টাও করা হয়েছে তাকে।