What's Hot
- পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না; যা বললেন সালাহউদ্দিন আহমেদ
- যে ছয় দফা দাবি জানিয়েছে কারিগরি শিক্ষার্থীরা…
- আমাকে ফ্যাসিস্ট সরকার জীবিত মানুষ চাপা দিয়ে মারার আদেশ দিয়েছিলঃ সারওয়ার্দী
- শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করায় ৮ শিক্ষার্থী বহিষ্কারঃ প্রতিবাদ ছাত্রদলের
- আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবেঃ যা বললেন প্রধান উপদেষ্টা
- সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: এনসিপি-আখতার হোসেন
- বাজারে সবজির চড়া দাম, কৃষকদের হতাশাঃ বাজার পরিদর্শনে যা জানা গেলো!
- নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ এনসিপি-র
Author: Sad Bin
১৬ মার্চ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড বহাল রেখেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সবার। পাশাপাশি, দেওয়া হয়েছে পাঁচজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে: মো. মাজেদুর রহমান মাজেদ, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, মো. মনিরুজ্জামান মনির, , মেহেদী হাসান রাসেল, এ এস এম নাজমুস সাদাত, মুজতবা রাফিদ, ইফতি মোশাররফ সকাল, এহতেশামুল রাব্বি তানিম, মো. অনিক সরকার, মেহেদী হাসান রবিন, মো. মিজানুর রহমান, মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, মুনতাসির আল জেমি (পলাতক), মো. শামসুল আরেফিন রাফাত, মো. মুজাহিদুর রহমান, এস এম মাহমুদ সেতু,…
আজ ১৫ মার্চ রোজ শনিবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ডেইলি স্টার ভবনের এক অনুষ্ঠানে জানিয়েছেন, নারী হেনস্তা ও নির্যাতনের অভিযোগ হেল্প মোবাইল অ্যাপসে করলে তা আমলে নেওয়া হবে প্রাথমিক তথ্য না এফআইআর হিসেবে । তিনি এই ব্যাপারে আরও জানান, বাস্তবে মিডিয়ায় নারী নির্যাতনের ঘটনা প্রকাশিত ঘটনার চেয়ে বেশি হয়, তাই এগিয়ে আসা প্রয়োজন পুলিশ ছাড়াও বেসরকারি সংস্থাগুলোর ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায়। এ লক্ষ্যে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং একটি বিশেষ টিম গঠন করছে। দলটি আগামী দুই মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের পরিকল্পনা করছে। নির্বাচন কমিশনের ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন আবেদন করার সময়সীমা রয়েছে, এবং এনসিপি শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
হজরত জারির (রা.) থেকে বর্ণিত,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানের সাদকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে।’ আরেক হাদিসে এসেছে,রাসুল (সা.) বলেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার জাকাত দেয়নি, কেয়ামতের দিন সেই সম্পদ বিষধর সাপ ধারণ করবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের উভয় পাশে দংশন করবে এবং বলবে, আমিই তোমার ধন, আমিই তোমার জমাকৃত সম্পদ।”
আজ ১৫ মার্চ রোজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা, কারও লেজুড়বৃত্তি করা নয়। তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ও মেধা বিকাশে কাজ করছে ছাত্রদল এবং ভূমিকা রাখছে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে । প্রতিযোগিতায় ৬টি বুথের মাধ্যমে অংশগ্রহণ চলছে, টিএসসিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে আগামী ১৮ মার্চ ।
গত ১৩ মার্চ বুধবার রাতে উপজেলা মোহরকয়া এলাকা থেকে নাটোরের লালপুরে নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয় ৮ রাউন্ড তাজা গুলি । পুলিশ ও স্থানীয়রা এই বিষয়ে জানায়, মেহেদী হাসান আরিফ পারিবারিক ঝামেলা মেটাতে এসে একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় অন্তঃপ্রাণ মেহেদী হাসানকে স্থানীয়রা আটক করে খবর দেন থানায় । পরে পুলিশ তাকে ঘটনাস্থলে গিয়ে আটক করে। লালপুর থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা নাজমুল হক জানান, কোনো রাজনৈতিক দলের সঙ্গে মেহেদী হাসান আরিফ সম্পৃক্ত কি না তা আমার জানা নেই। আরিফের বিরুদ্ধে অন্তঃপ্রাণ…
আজ শনিবার রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিমে আলোকচিত্র প্রদর্শনীর প্রথম দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিদর্শন করেছেন নতুন জাতিসংঘ সাধারণ ভবন । তিনি এসময় পরিদর্শন করেন এর অফিস প্রাঙ্গণ এবং ঘুরে দেখেন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী । এছাড়া সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সবসময়ই পাশে রয়েছে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সময়ে এবং সেইসঙ্গে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সবকিছু করার জন্য ।
যুক্তরাষ্ট্রের এবার ডালাস মাতাতে যাচ্ছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি জেমস ।আগামী ১৪ জুন বিশাল এই কনসার্টটি ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ প্ল্যানো ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হবে । আয়োজকদের মতে, আগে কোনো বাংলাদেশি ব্যান্ড এতো বড় ভেন্যুতে পারফর্ম করেনি, যা এটিকে গড়ে তুলছে এক ঐতিহাসিক আয়োজন হিসেবে । কনসার্ট ঘিরে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের মাঝে । এই ভেন্যুতে টিকিটের মূল্য ৪৯ থেকে ১৫০ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং সুযোগ রয়েছে ticketfuse.com-এ অনলাইনে কেনার । বর্তমানে টিকিটের ওপর আর্লি বার্ড অফারে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ।এ কনসার্ট নিয়ে জেমস নিজেও অনেক উচ্ছ্বসিত এবং তিনি আহ্বান…
লিবারেল পার্টির প্রধান ও অর্থনীতিবিদ মার্ক কার্নি আজ ১৪ মার্চ শুক্রবার শপথ নিলেন কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে । তিনি অটোয়ার রিডো হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন ইংরেজি ও ফরাসি ভাষায় ।কার্নি শপথ শেষ হলে বলেন, ” কখনোই আমেরিকার অংশ হবে না এই কানাডা।” নতুন মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে তার নেতৃত্বে । ৫৯ বছর বয়সী এই কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে পার্টির অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে মনোনীত করা হয়।
আজ ১৫ মার্চ রোজ শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে মাগুরার শ্রীপুরে যান এবং ধর্ষণের শিকার আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ধর্ষণের মতো বড় অপরাধ দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বেড়ে চলছে এবং এসব অপরাধসমূহ ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে অনেকাংশে কমে যাবে। তিনি সংক্ষিপ্ত সভায় দোষীদের দ্রুত বিচারের জন্য দাবি জানান এবং বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আছিয়ার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। কবর জিয়ারত শেষ করে তিনি মাগফিরাত কামনা করেন আছিয়ার রূহের , তবে আছিয়ার মা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন না বাড়িতে ।