আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অমর একুশে বইমেলায় শামা ওবায়েদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে । এখন নির্বাচনমুখী হতে হবে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবং বিভক্তি এড়াতে সতর্ক থাকতে হবে।
মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, মুক্ত চিন্তার চর্চা করা জরুরি এবং থাকতে হবে অন্যজনের মত সহ্য করার মানসিকতা। তিনি অভিযোগ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, গবেষণার অনেক কিছু রয়েছে জিয়াউর রহমানের ভাষণ ও নেতৃত্ব নিয়ে । স্বৈরাচারের বিরুদ্ধে খালেদা জিয়া আপসহীন আন্দোলন করেছেন এবং তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন জনগণের।