ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তীব্র নিন্দা জানিয়েছেন ।
২৬ জানুয়ারি(রোববার ) বিকেল ৩টার পর ফেসবুকে এক স্ট্যাটাসে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি ।
হাসনাত আবদুল্লাহ তার পোস্ট এ লিখেছেন, ইবতেদায়ি মাদরাসার শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ বঞ্চিত হয়ে আছে দীর্ঘদিন ধরে । ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনভাবেই কাম্য নয়।
এর আগে, এদিন দুপুরে রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণ ঘোষণাসহ ছয় দফা দাবিতে অবস্থান নেয় তারা। যার কারণে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পুলিশ লাঠিপেটা করে ।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে । এতে আহত হয়েছেন এক নারীসহ অন্তত ছয়জন । তারা সবাই ইবতেদায়ি শিক্ষক। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান এ বিষয়ে জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য রয়েছেন শাহবাগ এলাকায় । আন্দোলনকারীরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ।