ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের অভিনেত্রী পরী মণির বিরুদ্ধে দায়ের করা ভাঙচুর, মারধর, ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন । ২৬ জানুয়ারি (রোববার )পরী মণির সময় আবেদন নাকচ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উক্ত মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন পরী মণি ও তার সহযোগীরা এবং একটি বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য জোর করেন। তিনি নাসির উদ্দিনের সঙ্গে বাদানুবাদে জড়ান এতে সাড়া না দেওয়ার কারণে এবং তাকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেন। পরী মণির বিরুদ্ধে নাসির উদ্দিন থানায় মামলা করলে পরে পরী মণি তার বিরুদ্ধে পাল্টা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।
২০২২ সালের মার্চে তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়, পরবর্তীতে তা আদালত গ্রহণ করে।