২৩ জানুয়ারি (বৃহস্পতিবার ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ছড়ানো হয় গুজব । বিভিন্ন আইডি ও পেজ থেকে তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় ।
এই গুজব নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।
২৪ জানুয়ারি (শুক্রবার ) তিনি এ আহ্বান জানান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ।
এর আগে, ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার ) রাত থেকেই ফেসবুকে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ গুজব ছড়াতে থাকে বিভিন্নজনকে নিয়ে ।
‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন’,‘সমন্বয়করা পালিয়ে গেছেন’ , ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’ – ছড়াতে দেখা যায় এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য।