নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার থেকে । আগামীকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি এই সরকার ছাড়বেন এবং এর পরদিন ২৬ ফেব্রুয়ারি বুধবার এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও জাতীয় নাগরিক কমিটি দলটি গঠনে কাজ করে যাচ্ছেন। ১ লাখ লোকের সমাগমের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। পৃথক কমিটি কাজ করছে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির জন্য , এবং শীর্ষ পদে আসবেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলে নিশ্চিত হওয়া গেছে।
আখতার হোসেন সদস্য সচিব হতে পারেন এবং নাহিদ ইসলাম আহ্বায়ক হতে পারেন ।নতুন দুটি পদ সংগঠনের সাংগঠনিক কাঠামোতে সৃষ্টি করা হচ্ছে—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। নাসীরুদ্দীন পাটওয়ারী , আলী আহসান জুনায়েদ, সামান্তা শারমিন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন। তবে এই নিয়ে চূড়ান্ত নেতৃত্বের আলোচনা চলছে, যা শিগগিরই নির্ধারিত হবে।