এবার ফেইসবুকে এসে নিজের কিছু অভিজ্ঞতা অনুসারীদের সাথে ভাগ করে নিলেন সব সময় আলোচনার শীর্ষে থাকা ঢালিউড সুন্দরী চিত্রনায়িকা পরীমণি।শুক্রবার এক ফেইসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন,‘এই একজীবন যে কত অভিজ্ঞতার!আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।’
শেখ সাদির সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে