২২ ফেব্রুয়ারি রোজ শনিবার লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে নিপীড়ন ও শোষণ করা হয়েছে।কেউ দুর্নীতি-দুঃশাসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। ফ্যাসিবাদের নতুন ধারা দেশে যেন আবার তৈরি না হয়, সেজন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সোনার বাংলা গড়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআন। শোষণ ও দুঃশাসনের অবসান ঘটিয়ে জাতি মুক্তি চায়, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ডা. শফিকুর রহমান কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেন, ২৫ ফেব্রুয়ারি তাকে মুক্ত করতে আদালত প্রাঙ্গণে হাজির হয়ে নিজেই গ্রেপ্তার হতে প্রস্তুত।