দর্শকদের মন জয় করে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া অপূর্ব-নিহার নাটক ‘মন-দুয়ারী’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে।
পারিবারিক সম্পর্ক ও প্রেমের গল্পে নির্মিত নাটকটি জাকারিয়া সৌখিনের পরিচালনায় তিন মিলিয়ন ভিউ অতিক্রম করে মাত্র একদিনে।
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা প্রধান চরিত্রে অভিনয় করেছেন । অন্যান্য চরিত্রে আছেন আমিনুর রহমান বাচ্চু, দিলারা জামান, শফিউল আলম বাবু প্রমুখ। নাটকটিতে দুটি গান রয়েছে যেখানে কণ্ঠ দিয়েছেন রেহান রসূল, কনা, নাজির মাহমুদ। এটি দর্শকদের ভালোবাসায় প্রেক্ষাগৃহে মুক্তির দাবিও পেয়েছে।