আজ ১৯ ফেব্রুয়ারি রোজ বুধবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এখন দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, জনগণ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। কিন্তু সরকারের নির্বাচনের প্রতি আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদীদের ক্ষমা চেয়ে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া মেনে নেবে না। সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, নতুন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে ।