টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ।
আজ ১৮ জানুয়ারি রোজ মঙ্গলবার মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এবং জামিন মঞ্জুর করেন। অভিযোগপত্র দাখিল পর্যন্ত মামুন জামিনে ছিলেন।
লায়লা আক্তার ফারহাদ ২০২৩ সালের ৯ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি দায়ের করেন। পরে পুলিশ কুমিল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মামুনকে । তাকে আদালত ১ জুলাই জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে লায়লার সঙ্গে ফেসবুকে মামুনের পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামুন প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তার বাসায় বসবাস শুরু করে ২০২২ সালের জানুয়ারিতে । শারীরিক সম্পর্ক একাধিকবার স্থাপনের পরও বিয়ের তাগিদ দিলে মামুন এই বিষয় এড়িয়ে যান। ১৪ মার্চ ধর্ষণের পর সর্বশেষ বিয়ের দাবি করলে মামুন ক্ষিপ্ত হয়ে অনেক গালিগালাজ করেন, যার পরিপ্রেক্ষিতে লায়লা মামলাটি দায়ের করা হয়।