আওয়ামী লীগ সরকারের অপরাধের সবকিছু প্রকাশ পায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে।এই প্রতিবেদনটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মন্তব্য করেছেন ।
আজ বৃহস্পতিবার দুপুর বেলা জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক নিয়ে আলোচনার সময় এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন ।
তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে । শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ব্যবহার করা হবে ট্রাইব্যুনালে বিচারের দলিল হিসেবে ।