গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ১২ ফেব্রুয়ারি রোজ বুধবার তারা পদযাত্রা করেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে । পুলিশের বাধা থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা এগিয়ে যান সচিবালয়ের দিকে ।
তাদের মূল দাবি:
১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল করা, ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
2. খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া বন্দিদেরকে মুক্তি দান করতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাতিল করতে হবে।
3. স্বাধীন তদন্ত সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিতদের মুক্তিদান এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।
4. হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে ও কারাগারে মৃত বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ নির্ধারণ করতে হবে।
5. পুনঃপ্রবর্তন করতে হবে বিডিআর নাম ।
6. জাতীয় দিবস ঘোষণা করতে হবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এই কর্মসূচি পরিচালিত হচ্ছে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ব্যানারে ।