আজ ৮ মার্চ রোজ শনিবার মাগুরার নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলে শিশুটির চিকিৎসাসহ সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।এ বিষয়ে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব মোঃ রবিউল ইসলাম নয়নকে তিনি সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ।
নয়ন এই বিষয়ে জানিয়েছেন, শিশুটির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান এবং বলেছেন তার পরিবার যেন কোন প্রকার অসহায়ত্ব অনুভব না করে । পাশাপাশি নির্দেশও দিয়েছেন দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের ।
অত্যন্ত সঙ্কটাপন্ন শিশুটির বর্তমান শারীরিক অবস্থা । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তার শারীরিক অবস্থা জানিয়েছেন, এখনও সে লাইফ সাপোর্টে আছে এবং এখনো জ্ঞান ফেরেনি। শ্বাসকষ্টসহ নিউমোনিয়ার ঝুঁকিতে রয়েছে এই শিশুটি ।
দুইজন পুলিশ এ ঘটনায় হেফাজতে থাকলেও আজ জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। এখনও কারো কোনো মামলা করা হয়নি, তবে এর প্রক্রিয়া চলছে।
গত ৬ মার্চ বড় বোনের শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হয় মাগুরার নান্দুয়ালী মাঠপাড়ায় তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী । এরপর তাকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতাল তারপর ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।