নিহতদের পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন শাহবাগে ।৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকাল সাড়ে এগারোটায় শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন । তাতে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে । ফলে তীব্র যানজট দেখা আশপাশের গিয়েছে সড়কগুলোতে ।
নিহতদের স্বজনরা জানান, বিচারের নামে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না সরকারের ছয়মাস পূর্ণ হওয়ার পরেও । যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দখলে থাকবে শাহবাগ ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে । এ সময় আওয়ামী লীগের রাজনীতি অবৈধ বলে ঘোষণার দাবিও জানানো হয়।