আদালত ১১ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা থেকে । ৫ ফেব্রুয়ারি (বুধবার) পুলিশ প্রতিবেদন গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আক্তার এবং শুনানি শেষে তাদের মুক্তি দেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ গত বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ আরও ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে দুই মাস কারাবাস করতে হয় অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে ।
আদালত তাদের তদন্ত শেষে মামলার কোনো সত্যতা না পাওয়ায় দায়মুক্তি দেন। অব্যাহতিপ্রাপ্ত আইনজীবীরা এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন এবং আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন তারা।