নব্বই দশকের বড়লোক বাবার আদরের মেয়ের সাথে গরীবের ছেলের প্রেম হোক কিংবা জটিল রোগে আক্রান্ত কোন ব্যর্থ প্রেমিকার গল্প,সব চরিত্রেই যেন মানিয়ে যেত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে।কিন্তু বাস্তব জীবনের সভ্যতার মাপকাঠিতে যেন মানিয়ে চলতে পারছেন না এই নায়িকা।তাইতো এবার আপন বোনই তার বিরুদ্ধে থানায় গিয়ে করলেন অভিযোগ।সংবাদ মাধ্যমে জানা গেল,পপিসহ চারজনের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভিন।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।জিডিতে উল্লেখ করা হয়েছে,পপি,তার ড্রাইভার ও ম্যানেজারসহ চারজন ফিরোজা পারভীনকে জীবননাশের হুমকি দিয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। জিডি থেকে আরও জানা যায়, পৈতৃক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, “আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।“ পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, “আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়”। তিনি আরও বলেন,”স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।“
সদ্য খবরঃ
- খালেদা জিয়াকে রাষ্ট্রপতি দাবি করে চুপ্পু কে নিয়ে একি বললেন পিনাকি ভট্টাচার্য
- জুলাইয়ের সফলতা প্রশ্নবিদ্ধ হলে যা বললেন জামায়াত
- আসিফ মাহমুদের ব্যাগে খালি ম্যাগাজিন; এয়ারপোর্টে ধরা পরার ঘটনায় ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১০ লাখ টাকা চাঁদা চাইলো বিএনপি নেতা, ৮ দিন যাবত ইউনিয়ন পরিষদে তালা
- সমস্ত প্রস্তাবে একমত হতেই হবে, এমন শর্ত দিলে আলোচনার কোনো মানে নেইঃ সালাহউদ্দিন
- আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত, ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- দলের ভেতরে এখন অনেকে হালুয়া-রুটির ভাগ নিতে আসছেঃ মির্জা আব্বাস
- জুলাই সনদের সিদ্ধান্ত এখন রাজনৈতিক দলগুলোর হাতে: আলী রীয়াজ