নব্বই দশকের বড়লোক বাবার আদরের মেয়ের সাথে গরীবের ছেলের প্রেম হোক কিংবা জটিল রোগে আক্রান্ত কোন ব্যর্থ প্রেমিকার গল্প,সব চরিত্রেই যেন মানিয়ে যেত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে।কিন্তু বাস্তব জীবনের সভ্যতার মাপকাঠিতে যেন মানিয়ে চলতে পারছেন না এই নায়িকা।তাইতো এবার আপন বোনই তার বিরুদ্ধে থানায় গিয়ে করলেন অভিযোগ।সংবাদ মাধ্যমে জানা গেল,পপিসহ চারজনের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভিন।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।জিডিতে উল্লেখ করা হয়েছে,পপি,তার ড্রাইভার ও ম্যানেজারসহ চারজন ফিরোজা পারভীনকে জীবননাশের হুমকি দিয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। জিডি থেকে আরও জানা যায়, পৈতৃক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, “আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।“ পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, “আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়”। তিনি আরও বলেন,”স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।“
সদ্য খবরঃ
- হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের রীতি পরিবর্তন করতেই হবে: রাশেদ খান
- অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়ঃ প্রধান নির্বাচন কমিশনার
- বিএনপির সদস্য ফরম যেন আওয়ামী লীগের হাতে না পড়ে: মোস্তফা জামান
- নির্বাচিত সরকার থাকলেই কেবল সংকট মোকাবেলা সহজ: বিএনপির আমীর খসরু
- জুলাইয়ের মধ্যে ঐকমত্য সনদ; বাস্তবতা না কূটনৈতিক বার্তা, জানালেন আলী রীয়াজ
- আমাদের আন্দোলনের আগুন নিয়ে খেলা করলে আপনারা ঘরে ফিরতে পারবেন না
- ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম এখনও পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান
- এই রাজনীতি কীসের? ভুলে ভরা ও বিভ্রান্তিকর এদের রাজনীতি: যা জানালেন রিজভী