আগামীকাল ১৩ ডিসেম্বর ঢাকাসহ দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘৮৪০’। এর আগে, ১১ ডিসেম্বর (বুধবার) রাজধানীর মহাখালীতে আয়োজিত হয় ছবিটির বিশেষ প্রিমিয়ার শো। এই আয়োজনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও অতিথি।
প্রিমিয়ারে চলচ্চিত্রটির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তারা সবাই একসঙ্গে ছবিটি উপভোগ করেন।
ছবির প্রদর্শনী শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টারা। ‘৮৪০’ চলচ্চিত্র নিয়ে মতামত জানাতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘমেয়াদি ও সর্বজনীন লড়াই হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইসহ আরও অনেকে অনেক দিন ধরেই করে আসছেন। আশা করছি, তার নতুন সিনেমাটি ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া ফেলবে।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেন, “একজন শিল্পী, নির্মাতা বা সাহিত্যিকের প্রধান দায়িত্ব হলো সমাজের বাস্তবতা তুলে ধরা। তবে বিগত সরকারের সময়কালে আমাদের অনেক শিল্পী, সাহিত্যিক এবং নির্মাতাদের অনেক বিষয় নিয়ে কাজ করার সুযোগ মেলেনি।”
এখন আমাদের সেই বাধাগুলো দূর হয়েছে। ফারুকী ভাই সেই কাজটিই করেছেন। আমরা একটি রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে এসেছি এবং এই লড়াই এখনও চলছে। যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান— সিনেমার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনতে হবে।”
এদিকে, উপদেষ্টা হওয়ার পর ফারুকীর জীবনে কী কী পরিবর্তন এসেছে, সে বিষয়ে কথা বলেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, “আগে তিনি অফিস করতেন না, এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে।” তিশার কথার সঙ্গে সঙ্গে ফারুকী নিজেই বলেন, “হ্যাঁ, আমি অফিস করছি। তবে সেটা সকাল ৯টা থেকে ৫টা নয়, বরং সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত অফিস করছি।”
তিশা আরও বলেন, “যে কাজটা ভালোবেসে করে, তার সময়ের কোনো বাধা থাকে না, এমনকি ছুটিও থাকে না।” তিশা জানান, তিনি ফারুকীর জন্য বাসা থেকে খাবার পাঠিয়ে দেন।
‘৮৪০’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম এবং প্রান্তর দস্তিদার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই অভিনয়শিল্পীদের বেশির ভাগই।