ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৭৭ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ হাজার ৭৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল । আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।
২০০০ সাল থেকে এদেশে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য ও হাসপাতালে ভর্তির তথ্য রাখে। এর মধ্যে এ রোগ নিয়ে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ।

