এবার ২১ নভেম্বরকে ঘিরে বাংলাদেশের ভূমিকম্প ইতিহাসে দেখা যাচ্ছে কিছু উল্লেখযোগ্য সামঞ্জস্য। দেখা গেছে ভিন্ন ভিন্ন বছরে (১৯৯৭, ২০১৪ এবং ২০২৫) এই একই দিনে অনুভূত হয়েছে ভূকম্পন । তবে সব ঘটনা বাংলাদেশে সমানভাবে সংঘটিত হয়নি।
উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৯৭ সালের ২১ নভেম্বর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প । এতে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে এবং দেশব্যাপী এই ভূমিকম্পটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অন্যদিকে দেখা যায়, ২০২৫ সালের ২১ নভেম্বর ঢাকার আশেপাশে অনুভূত হয় মাঝারি মাত্রার কম্পন । এ কম্পনের উৎপত্তি এবং ম্যাগনিচিউড (প্রায় ৫.৫–৫.৭) নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।এ কম্পন অনুভব করে রাজধানীসহ আশপাশের এলাকায় মানুষ ।
তবে ২০১৪ সালের ২১ নভেম্বর–এ ভূমিকম্পের ঘটনাটি বাংলাদেশে উৎপত্তি হয়নি। ভলক্যানো ডিসকভারি এবং আঞ্চলিক ভূকম্পন পর্যবেক্ষণ সূত্রে দেখা যায়, ওই দিন ভারতের উত্তর–পূর্বাঞ্চল ও মিয়ানমার সীমান্ত এলাকায় রেকর্ড করা হয় একটি উল্লেখযোগ্য ভূমিকম্প । এর প্রভাব বাংলাদেশের কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প হালকাভাবে অনুভূত হলেও, এটিকে বাংলাদেশে সংঘটিত ভূমিকম্প হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।
আলোচনার সবচেয়ে অদ্ভুদ বিষয় হচ্ছে–তিনটি ঘটনাই সংঘটিত হয়েছে শুক্রবারে ।
তবে বিশেষজ্ঞরা দাবি করেন, একই তারিখ বা সপ্তাহের একই দিনে ভূমিকম্প হওয়ার সঙ্গে বাস্তব ভূতাত্ত্বিক কোনো প্রকার সম্পর্ক নেই; এটিকে কাকতালীয় ঘটনাই বলা যেতে পারে।

