ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টাকে উল্লেখ করে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর বেলা এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ফেসবুকে বর্তমান সড়ক ব্যেবস্থা নিয়ে মন্তব্য করেছেন।
পোস্টে তিনি লিখেন, “এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে সাতটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ঢাকা-সিলেট মহাসড়কের।
কয়েকদিন আগে সিলেট বিভাগে সাংগঠনিক সফরে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে সড়ক ও জনপদ বিভাগের মাননীয় উপদেষ্টা জনাব ফাওজুল কবির খানের সাথে এ বিষয়ে কথা বলি। তিনি জানান আগামী এক মাসের মধ্যেই তারা এই কাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন। তিনি নিজেই এই মহাসড়ক পরিদর্শন করবেন।
আজ তিনি গিয়ে এই মহাসড়কের প্রকৃত অবস্থা পরিদর্শন করেছেন। আশাকরি খুব দ্রুত এই মহাসড়কের সংস্কার সম্পন্ন হয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের ভোগান্তি থেকে বাঁচবে।”

প্রসঙ্গত, বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে মহাসড়ক পরিদর্শনে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পরও যখন যানবাহন এক ইঞ্চিও নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা করার। পরে চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টা মোটরসাইকেলে চড়ে গন্তব্ব্যে রওনা হন।

