বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মসূচি এবার বিসিএস পরীক্ষার কারণে পরিবর্তন এনেছে। পরীক্ষার কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না ঘটে ইএ বিষয়টি মাথায় রেখে নেতাকর্মীদেরকে দুদিন বিকেলে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে দলটি।
আজ ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য ।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু বিসিএস পরীক্ষা থাকায় ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই কারণে এরইমধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে।”
বিসিএস পরীক্ষার্থীদের শুভকামনা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।”
Tasin/Digital Khobor