কুদ্দুস বয়াতি হচ্ছেন নব্বই দশকের একজন জনপ্রিয় লোকসংগীতশিল্পী । কয়েকদিন আগে এই দেশের রাজনীতি নিয়ে এক কথা বলে তিনি বেশ আলোচনায় চলে এসেছিলেন । আজ ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে জাকসু নির্বাচনে ভোটি গণণার ফলাফল প্রকাশে বিলম্ব হওয়াতে বিষ্ময় প্রকাশ করেন কুদ্দুস বয়াতি।
কদ্দুস বয়াতি তার ফেসবুক পোষ্টে লিখেন, “পাগলা মসজিদের বস্তার বস্তা টাকা গুনে শেষ নিমিশেই,আর ১১ হাজার ভোট গুনতে তিনদিন।”
তার এই পোস্টে আতিকুল হাসান নামে একজন মন্তব্য করেন, “নির্বাচন কমিশন আছে ঝামেলায়,কার মন রাখবো, বিএনপি নাকি জামায়াত।”
তার এই পোস্টে মন্তব্য করে রাকিব নামে একজন লিখছেন, “ইতা মানুষে বুঝে।”
মহিউদ্দিন মাহি লিখেছেন, “ শিবিরকে গণণার দায়িত্ব দেয়া হউক।” মোহাম্মদ মনিরুজ্জামান মনির কমেন্টে লিখেছেন, “আমার প্রিয় শিল্পি কদ্দুস বয়াতি।” সাকোর আহম্মেদ নামে একজন লিখেছেন, “অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন।”