পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়া এবং ভোটদান করার সুযোগ পাবেন বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীদের ভোটার হতে পাসপোর্ট সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করলো ইসি। নির্বাচন কমিশন কারো পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার হিসেবে নিবন্ধন করবে ।
আজ ২০ আগস্ট রোজ বুধবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় প্রবাসীদের জন্য এই সুযোগ তৈরি করে দিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপি থেকে ।
এসওপি তে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট দলিলাদি দিতে হবে ভোটার প্রমাণ করার জন্য ।
সেখানে বলা হয়েছে, নিবন্ধন কেন্দ্রে প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও জমা দেয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।
Tasin/Digital Khobor