বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ইঙ্গিত করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে ।
গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল বেলা রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ইঙ্গিত করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক তা করছে । যারা এসেছে কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে । গত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামে যাদের কোনো অংশগ্রহণ নেই, জুলাই মাসের গণঅভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই, তারা এখন বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায়।” একথা জানিয়ে আগামী কয়েকদিনের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি
তিনি সেখানে আরও বলেন, “একাত্তরে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে, জনগণকে আশার বাণী শোনানোর জন্য কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি, সেই মাহেন্দ্রক্ষণে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান।”
জিয়াউর রহমানের নেতৃত্ব ও ভূমিকার কথা স্মরণ করে হাফিজ উদ্দিন বলেন, “সেই সময়ে মেজর জিয়াউর রহমান বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে সঠিক পথ দেখিয়েছিল। বিশ্ববাসী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায়। কিন্তু ইউরোপ আমেরিকার বহু পরাশক্তি, যাদের রিজার্ভে বহু ডলার থাকে, বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী। কারণ, বাংলাদেশে আবু সাঈদের মতো আত্মত্যাগী সন্তান জন্মগ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই। বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত, তাদের মধ্যে তো মোটেও নেই। সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেককিছু আছে। তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণের সাহসিকতাকে স্মরণ করিয়ে দেন এবং এই সাহসিকতাকে আমাদের জাতীয় গর্বের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন।”
Tasin/Digital Khobor