আজ ৩১ আগস্ট রোজ রোববার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে মন্তব্য করেন,
“ঢাকায় নাকি জোর গুজব, ওয়াকার দেখা করিছে প্রধান বিচারপতির সনে।
ভাইজান, এইভাবেই দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত। ওয়াকার চেষ্টা করতে পারে ওয়ান ইলেভেন ঘটানোর। পারবে না। জনগন ভরে দিবে একেবারে।
তাই টেনশন নিয়েন না। খালি খেয়াল রাখেন হাসিনার টাকা কই কই যাচ্ছে আর কোথায় কোথায় অস্থিরতা তৈরি করতেছে। এইগুলা সামাল দেন, তাইলেই হবে।”
তিনি আরও লিখেন, “হুদাই টেনশন নিয়েন না। গুজবে কান দিয়েন না। বাংলাদেশ রাষ্ট্র এক কঠিন মুহুর্ত অতিক্রম করতেছে। ইন্ডিয়া পণ করছে আমাদের শান্তিতে থাকতে দিবেনা। ওয়াকারের বাহিনীর কিছু জেনারেলেরা বিচার এড়াইতে চাইতেছে। আওয়ামী লীগ টাকা ছড়াইয়া অস্থিরতা তৈরি কইরা “আগেই ভালো ছিলাম” পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আর প্রফেসর ইউনুসের সরকার নাকে তেল দিয়া ঘুমাইতেছে। এইজন্যই সব আউলা ঝাউলা লাগতেছে।”
আওয়ামী ফ্যাসিবাদের অবশেষগুলাকে দৌড়ানির উপরে রাখেন। দেশ ভালো থাকবে। এটাই সুস্থির আগামীর গ্যারান্টি।
Tasin/Digital Khobor