রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ ৩১ আগস্ট রোজ রোববার সকাল 9য়টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় টিচারস অ্যাসোসিয়েশনের নেতারাও। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদল। দুপুরের দিকে কোষাধ্যক্ষের কার্যালয় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। এছাড়া শেষ দিনের মত চলছে জাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম।
অপরদিকে, জাকসু নির্বাচন ঘিরে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। এরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিনব্যাপী নানা নাটকীয়তার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় বেলা দুটো থেকে শেষ দিনে মনোনয়ন পত্র উত্তোলন করতে পেরেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদল একপাশে এখনো অবস্থান নিয়ে রেখেছে
এবং ছাত্রশিবির কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন বলে জানান তারা।
সারাদিনব্যাপি সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ বন্ধ থাকলেও বেলা দুটোর পর থেকে শুরু হয় এই ঘটনাটি। প্রশাসন এই বিষয়ে জানায়, সন্ধ্যা 7 টা পর্যন্ত এই মনোনয়ন পত্র বিতরণের কার্যক্রম চলবে।
Tasin/Digital Khobor