রাজধানীর কাকরাইল এলাকায় ঘটেছে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা । আজ ৩০ আগস্ট রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এ হামলার ঘটনা ।
সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানায়, “শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে সেখানে আগুন ধরিয়ে দেয়।” এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ।
এরই মধ্যে শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাংচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী এই বিষয়ে বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা আমাদের কার্যালয়ের ৪০-৫০টা চেয়ার, দুটি টেবিল, চারটা ফ্যান, দুইটা আলমিরা ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়।”
ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী বলেন, “পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের হরিপুর উপজেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে। ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা প্রতিবাদ জানানোর পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানাই।”
ঠাকুরগাঁওে আগুন লাগার বিষয়ে হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন, “আমাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দুপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে নেতাকর্মীরা ক্ষোভে তাদের কার্যালয়ে ভাঙচুর করে।”
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকারিয়া মন্ডল বলেন, উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে হরিপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
Tasin/Digital Khobor