চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ ২৮ আগস্ট রোজ বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ।
মামলার অপর তিন আসামি হলেন সেতু বিভাগের সাবেক সচিব ও নির্বাহী পরিচালক (অবসরপ্রাপ্ত) খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) কবির আহমদ এবং সাবেক পরিচালক ও যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
দুদকের অনুসন্ধান অনুযায়ী জানা যায়, বিদেশি বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষা করেই অপ্রয়োজনীয় তিনটি কাজ (পর্যবেক্ষণ সফটওয়্যার , পরিষেবা এলাকা এবং একটি ট্যাগ বোট) প্রকল্পে যুক্ত করা হয়। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা । সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এসব কাজ অন্তর্ভুক্ত করে অনুমোদন দেওয়া হয় ।
শুধু তাই নয়, আসামিরা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ), ২০০৬ এর বিধান লঙ্ঘন করে প্রকল্পে নিয়োগ দেন বিদেশি পরামর্শক । এতে ক্ষতি হয়েছে ৫৫ লাখ ২১ হাজার টাকার ।
প্রসঙ্গত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে কর্ণফুলী টানেল নির্মাণের ঘোষণা দেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন হয় । কিন্তু বাস্তবায়নের পর প্রকল্পের অর্থনৈতিক ফলাফল খুবই হতাশাজনক। বিপুল ব্যয়, কম রাজস্ব, ও কল্পিত লক্ষ্যমাত্রার ব্যর্থতায় প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।