গতকাল ২১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতিরঝিল এলাকা থেকে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চারজন মাদক ব্যবসায়ীকে । অভিযানে একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও একজন নারী । অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ বলেন, এ বিষয়ে আজ ২২ মার্চ শনিবার সংবাদ সম্মেলনে দুপুর ১২টায় বিস্তারিত জানানো হবে।
তাসীন/ ডিজিটাল খবর