১৫ আগস্ট, শুক্রবারঃ বিএনপি ক্ষমতায় এলে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ।
আজ মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ২০২৫ প্রথম সেমিফাইনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান ।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, “এ প্রতিযোগিতার সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । ক্ষমতায় গেলে প্রতিভাবান খেলোয়াড়দের গ্রামীণ পর্যায় থেকে খুঁজে এনে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে, যাতে তারা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে।”
তিনি এই বিষয়ে আরও বলেন, ” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে স্থায়ী ক্যারিয়ার গড়াই হচ্ছে মূল লক্ষ্য। এই পরিকল্পনা অনুযায়ী মৌলিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে, যাতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবলসহ সাঁতারেও তৈরি হয় জাতীয় তারকা ।”
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতারা
Tasin/Digital Khobor