জাতীয় পার্টি(জাপা) সহ আরও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর বেলা রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী এই দাবি জানায় । একই সময় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জানানো হয় আরও ৪টি দাবি ।
এদিন সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি তুলে ধরেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় মোহাম্মদ তাহের বলেন,
“জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর অর্জন ব্যর্থ হবে। এছাড়া এর ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন না করা হলে ফ্যাসিবাদ ফিরে আসবে।”
এ সময় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করেন তাহের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
Tasin/Digital Khobor