সন্ত্রাসের মদদদাতার তালিকা থেকে যুক্তরাষ্ট্র বাদ দিচ্ছে কিউবাকে । বাইডেন কিউবার ওপর থেকে বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে এই মার্কিন তকমা সরিয়ে নিতে চাচ্ছে ।অর্থনৈতিক নিষেধাজ্ঞাও শিথিল করা হবে ।
বিদায়ী বাইডেন প্রশাসন ১৪ জানুয়ারি (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছে। খবরটি বিবিসি তে প্রকাশ করা হয়।
কিউবা ৫৫৩ জন বন্দীকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের ঘোষণার পরপরই। যারা দেশটির সরকারবিরোধী বিক্ষোভে আটক হয়েছিল। ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় দুদেশের মধ্যে এ সমঝোতা হয় বলে জানা গেছে।
১৯৬০-এর দশকের শুরুর দিকে সম্পর্ক শীতল হতে থাকে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে।এরপর দেশ দুটির মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল প্রায় পাঁচ দশক ধরে । পুরো সময়টায় ওয়াশিংটনে কিউবার ও হাভানায় যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস ছিল না। ২০১৫ সালে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় যুক্তরাষ্ট্র ও কিউবা।