হাজারো গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন হাইডিলাও এক গ্রাহকের হটপটে মূত্র মেশানোর ভিডিও ভাইরাল হলে ।
গত ২৪ ফেব্রুয়ারি দুই কিশোর সাংহাইয়ের এক শাখায় খাবার খাওয়ার পর প্রস্রাব করে খাবারের হটপটে , যা ধারণ করা হয় ভিডিওতে এবং পরে তা ভাইরাল হয়। এতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে ।
ঘটনার সত্যতা স্বীকার করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত রেস্টুরেন্টে খাওয়া বা অর্ডার করা গ্রাহকদের পুরো অর্থ ফেরত দেওয়া ও ১০ গুণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আটক করা হয়েছে এই দুই কিশোরকে।