আজ ১০ আগস্ট রোজ রোববার দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেয়া ভার্চুয়াল ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান– আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।তিনি বলেন,”এই নির্বাচনে বিএনপি জয়ী হবে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে মোকাবেলা করতে হবে নানান ধরণের চ্যালেঞ্জ ।“
সম্মেলনে দেয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার শুধু নির্বাচন ব্যবস্থা নয়, দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছে। নৃশংসভাবে দমন করেছে বিরোধী মতাবলম্বীদের। কিন্তু হাজারও মানুষের প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে তাদের পতন ঘটেছে ।“
অন্তর্বর্তী সরকার আগামীর নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনে বিএনপি জয়ী হবে। কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে মোকাবেলা করতে হবে নানান ধরণের চ্যালেঞ্জ । আর সবাইকে সাথে নিয়ে সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে, জনরায়ে ক্ষমতায় গেলে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।“
তারেক রহমান আরও বলেন, “ক্ষমতায় এসে দেশবিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।“
অপরদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে। এ সময়, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।“
Tasin/Digital Khobor