রাজধানীতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালানোর পর পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে সন্ধান মেলে গভীর এক বেজমেন্টের । সেখানে ‘আয়নাঘর’ থাকার সন্দেহ তৈরি হয় যার দরুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানকার পানি সরানোর কাজ শুরু করে।
এই বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, প্রায় আড়াই লাখ লিটার পানি বেজমেন্ট ওয়ান ও টুতে জমে ছিল, যা হতে পারে মূলত বৃষ্টির পানি। তবে এখনো সন্দেহ কাটেনি পানির উৎস ও ভূগর্ভস্থ কাঠামো নিয়ে। তবে স্থানীয় কারো কারো মতে এটি টয়লেট এর বর্জ্য নিষ্কাশন এবং এই ভবন এর সকল পানি নিষ্কাশন এর জন্য বানানো হয়েছিল।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘটনাগুলোর সূত্রপাত হয়। টানা ৩৬ দিনের এই গণআন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং আশ্রয় নেন ভারতে। এরপর আন্দোলনকারীরা ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে সন্ধান পায় রহস্যজনক আন্ডারগ্রাউন্ড ফ্লোরের ।