আজ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় ।
আজ ৬ সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর বেলা রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক নগর সংলাপে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
সংলাপে পরিবেশ উপদেষ্টা বলেন,
“যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই এর দায়িত্ব নিয়েছেন।”
সৈয়দা রিজওয়ানা চলনবিল প্রসঙ্গে বলেন,
“এই বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ শেষ হয়নি।”
তিনি আরও জানান,
“দু’টি এলাকা বাদে অন্যান্য নদীর তালিকা করা হয়েছে। তুরাগ নদীতে ১৭ কিলোমিটার ড্রেজিং করা হবে।”
সংলাপে বক্তারা বলেন,
“রাজধানী ঢাকার চারপাশের জলাধার, খাল ও নদী যদি সুরক্ষিত রাখা না যায়, তবে নগর জীবনের পরিবেশ টেকসই হবে না।”
এ জন্য সরকারি সংস্থা ও রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি নাগরিক সমাজকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।