সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ছাত্রদের আটককে কেন্দ্র করে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্যকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। এরপর তাদের ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায় আন্দোলনকারীরা । এতে আহত হন একজন পুলিশ সদস্য ।
ঘটনার পর পুলিশের সঙ্গে এই নিয়ে ছাত্রদের ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও, আটক ঘটনার জেরে ক্লোজড করা হয়েছে এসআই আবু সাঈদকে এবং তদন্ত শুরু হয়েছে ওসি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে । ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছে।পরিস্থিতি পুলিশের আশ্বাসে শান্ত হয়।