What's Hot
- শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান; দিনক্ষণ তিনিই জানাবেন-হুমায়ুন কবির
- এনসিপি ও ইসির মাঝে শাপলা প্রতীক নিয়ে দ্বন্দ্ব; যা জানালেন ইসি
- ষড়যন্ত্র উপেক্ষা করুন-প্রধান উপদেষ্টাকে যা বললেন ফারুক
- সাংবাদিকদের লাঞ্ছিত করায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
- আঃ লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা
- জামায়াতে আমীরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতে আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতের উপর চাপানোর অভিযোগের কড়া প্রতিবাদ জনালেন এহসানুল মাহবুব জুবায়ের
Author: Sad Bin
বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য। তার প্রেস সচিব শফিকুল আলম এই বলে অভিযোগ তুলেছেন । এতে তিনি ভারতের মিডিয়াও জড়িত বলেও দাবি করেন । ৮ ফেব্রুয়ারি রোজ শনিবার তিনি দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। শেখ হাসিনার হয়ে ভারতের মিডিয়া কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন,এমন আচরণ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে অপ্রত্যাশিত। এটি সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর । এছাড়া, মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি অপপ্রচার করে ড. ইউনুসকে জঙ্গি লিডার প্রমাণ করার জন্য। তখন প্রেস সচিব…
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখার জন্য বাংলাদেশ ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে ঢাকা দিল্লির পদক্ষেপে কড়া নজর রাখছে । ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন,ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে দেশটিতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ।আন্তর্জাতিক গণমাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ঘটনা নেতিবাচকভাবে আসবে সেটি আমরা জানতাম। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা করবে । তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে তলব করা হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে । এ সময় ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্রও দেয়া হয়…
আদালত ১১ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা থেকে । ৫ ফেব্রুয়ারি (বুধবার) পুলিশ প্রতিবেদন গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আক্তার এবং শুনানি শেষে তাদের মুক্তি দেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ গত বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ আরও ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে দুই মাস কারাবাস করতে হয় অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে । আদালত তাদের তদন্ত শেষে মামলার কোনো সত্যতা না পাওয়ায় দায়মুক্তি দেন। অব্যাহতিপ্রাপ্ত আইনজীবীরা এই…
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা । গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আজ বৃহস্পতিবার আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রকাশিত ফল বাতিল করা হয়। সকাল বেলা বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন। এরপরই ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন সচিবালয়ের সামনে ।সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয় বেলা পৌনে ১টার দিকে । সচিবালয়ে নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা জানান,…
আজ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হচ্ছে ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’। দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করা হয়েছে আনন্দ শোভাযাত্রা । এ ছাড়াও সংগঠনটির পক্ষ থেকে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করার ঘোষণা করা হয় । ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকালে,বর্ণাঢ্য র্যালি বের হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌরসভা পার্ক থেকে । বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে নেতাকর্মীরা পথসভা করে । এ ছাড়াও হবিগঞ্জ, নড়াইল রাজবাড়ী, নওগাঁসহ বিভিন্ন জেলায় নানা আনুষ্ঠানিকতা ছিল । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল ।
বিক্ষুব্ধ জনতা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও আগুন দিয়েছে । আজ ৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের চারতলা ভবনটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে বাড়িতে এসময় কোনো লোকজন ছিল না। গত ৫ আগস্টের পর থেকে এই বাড়িটি তালাবদ্ধ ছিল । ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ করে। ফায়ার সার্ভিসের গাড়ি সংবাদ পেয়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে যায় । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
নিহতদের পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন শাহবাগে ।৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকাল সাড়ে এগারোটায় শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন । তাতে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে । ফলে তীব্র যানজট দেখা আশপাশের গিয়েছে সড়কগুলোতে । নিহতদের স্বজনরা জানান, বিচারের নামে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না সরকারের ছয়মাস পূর্ণ হওয়ার পরেও । যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দখলে থাকবে শাহবাগ । এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে…
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে।৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) দুপুর ১টায় বাড়ির আসবাবপত্র ও একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা । আন্দোলনকারীদের অভিযোগ এই যে, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের জন্য দায়ী ওবায়দুল কাদের । এই হামলা চালানো হয়েছে তার প্রতিই ক্ষোভ প্রকাশ করার জন্যই । এর আগে,৫ ফেব্রুয়ারি (বুধবার) ফেসবুকে ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা বুলডোজার নিয়ে এই হামলার ডাক দেয়। স্থানীয়রা এ ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমায় এবং সকাল থেকেই বাড়ির সামনে সাংবাদিকরা অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির…
১০৪ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই হলেন পাঞ্জাবের বাসিন্দা। অভিযোগ উঠেছে যে, তাদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে দেশে, যদিও এর সত্যতা পুরোপুরি নিশ্চিত হয়নি। বৈধ ভিসার আশায় ৩৬ বছর বয়সী জসপাল সিংসহ অনেকেই বিপুল অর্থ খরচ করে ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার । তারা পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকোসহ বিভিন্ন দেশ পেরিয়ে পৌঁছান যুক্তরাষ্ট্রে । অনেকে প্রাণ হারিয়েছেন পথিমধ্যে । তবে তারা সীমান্ত পার হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষের হাতে আটক হন এবং চিহ্নিত হন ‘অবৈধ অভিবাসী’ হিসেবে । ৫ ফেব্রুয়ারি (বুধবার) টেক্সাস থেকে রওনা হয়ে মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ বিমানে…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে একজন নারী ও একজন পুরুষকে মারধর করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই ঘটনা ঘটে বেলা ১১টার দিকে । উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা প্রথমে পুরুষটিকে এবং পরে নারীটিকেও ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে,ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হয় বুধবার সন্ধ্যা থেকে এবং বাড়িটিতে আগুন দেয় রাত ১০টার দিকে । বাড়িটি রাত ১১টার পর ভাঙার চেষ্টা শুরু হয়, প্রথমে ক্রেন ও পরে ব্যবহার করা হয় এক্সকাভেটর । বৃহস্পতিবার সকালেও এই ভবনটি ভাঙা অব্যাহত থাকে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ…