What's Hot
- শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান; দিনক্ষণ তিনিই জানাবেন-হুমায়ুন কবির
- এনসিপি ও ইসির মাঝে শাপলা প্রতীক নিয়ে দ্বন্দ্ব; যা জানালেন ইসি
- ষড়যন্ত্র উপেক্ষা করুন-প্রধান উপদেষ্টাকে যা বললেন ফারুক
- সাংবাদিকদের লাঞ্ছিত করায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
- আঃ লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা
- জামায়াতে আমীরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতে আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতের উপর চাপানোর অভিযোগের কড়া প্রতিবাদ জনালেন এহসানুল মাহবুব জুবায়ের
Author: Sad Bin
২২ ফেব্রুয়ারি রোজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে পূর্বঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে জড়িয়ে পরেছে । এতে দু’পক্ষে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী । পুলিশ এই বিষয়ে জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়ার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল । গতকাল সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে কথাকাটাকাটি হয় দু’পক্ষের । এরপর পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী । এখনও উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায় ।
১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন সমাপ্ত হয়ছে। এতে অংশ নেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা। সীমান্ত হত্যা বন্ধে উদ্বেগ প্রকাশ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিএসএফকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া সীমান্তে স্থায়ী স্থাপনা নির্মাণ ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা, অস্ত্র , মাদক ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ রোধের বিষয়ে আলোচনা করা হয়। সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ উভয়পক্ষই । এই সম্মেলনে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ।
২১ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি গ্যারেজ ও স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাত ৮টার দিকে । ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ছিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ । দমকল বাহিনীকে কাজ করতে বেগবান হতে হয় ঘটনাস্থলে অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে । এই আগুনে বেশ কয়েকটি গ্যারেজ, স-মিল ও কিছু যানবাহন পুড়ে ছাই গেছে। তবে এখনো হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিত করার ঘটনার । তারা এক বিবৃতিতে জানায়, উপাচার্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত শিক্ষার্থীরা। যার ফলে তিনি অসুস্থ হয়ে যান চিকিৎসা নেন। ছাত্রদলের মতে, কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে স্বাধীনতাবিরোধী একটি চক্র এবং এই ঘটনা তাদের ষড়যন্ত্রের একটি অংশ।
দর্শকদের মন জয় করে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া অপূর্ব-নিহার নাটক ‘মন-দুয়ারী’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে। পারিবারিক সম্পর্ক ও প্রেমের গল্পে নির্মিত নাটকটি জাকারিয়া সৌখিনের পরিচালনায় তিন মিলিয়ন ভিউ অতিক্রম করে মাত্র একদিনে। জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা প্রধান চরিত্রে অভিনয় করেছেন । অন্যান্য চরিত্রে আছেন আমিনুর রহমান বাচ্চু, দিলারা জামান, শফিউল আলম বাবু প্রমুখ। নাটকটিতে দুটি গান রয়েছে যেখানে কণ্ঠ দিয়েছেন রেহান রসূল, কনা, নাজির মাহমুদ। এটি দর্শকদের ভালোবাসায় প্রেক্ষাগৃহে মুক্তির দাবিও পেয়েছে।
আজ ২০ ডিসেম্বর রোজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দলের হাতে ইতিহাসে প্রথমবারের মতো দলগতভাবে একুশে পদক পেয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল । দলের পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা পদক গ্রহণ করেন। ১১ জন খেলোয়াড়কে প্রথমে পদক দেওয়ার পরিকল্পনা থাকলেও, পরে এই সম্মাননা পুরো ৩২ সদস্যের দলকেই দেওয়া হয়। নেপালকে হারিয়ে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার তারা শিরোপা জয় করেছিল । ক্রীড়া বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে নারী ফুটবলে এই স্বীকৃতি আরও সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।
স্কোপোলামিন, যা “ডেভিলস ব্রেথ” বা বাংলায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত, একটি ভয়ঙ্কর মাদক। এটি কাগজ, রুমাল বা অন্য কোনো বস্তুতে মিশিয়ে কারো নাকের সামনে ধরলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা ব্যক্তির আদেশ মেনে চলে। এই অবস্থায় সে সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের সম্পদ অপরাধীদের হাতে তুলে দেয়, কোনো প্রকার জোরজবরদস্তি বা হুমকি ছাড়াই। বর্তমান সময়ে ছিনতাই,চুরির মত অপরাধমূলক কর্মকাণ্ডে এই পদ্ধতির ব্যবহার ভয়ংকরভাবে বেড়ে চলেছে। বিপজ্জনক এই পরিস্থিতি থেকে ঢ়ক্ষা পেতে যা যা করতে হবে- ১। রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারও কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না। ২।অপরিচিত কেউ…
আজ ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে জনতা ব্যাংকের ২৮৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ মামলা করেছে আরও ২৭ জনের বিরুদ্ধে । এই অভিযোগে বলা হয়েছে, ব্যাংক থেকে এননটেক্স কোম্পানির নামে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তূর্য্য। মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব। এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।’ সোহেল তালুকদার ও…
গত ১৭ ফেব্রুয়ারি সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা এবার ইলিশ খেতে পারবেন বিদেশে বসেই । অন্তর্বর্তী সরকার প্রবাসীদের অবদান স্বীকৃতি দিতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ এ দুই দেশে রপ্তানির পরিকল্পনা নিয়েছে। ফরিদা আক্তার জানান, এ রপ্তানি কার্যকর হবে আগামী আগস্ট-অক্টোবরের মধ্যে । এছাড়া, এবার সমন্বিত করা হয়েছে ভারত ও বাংলাদেশের মাছ ধরা নিষেধাজ্ঞার সময় , যাতে বাংলাদেশের জলসীমায় ঢুকে প্রতিবেশী দেশের জেলেরা ইলিশ ধরতে না পারে। এই উদ্যোগকে জেলে ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন ।