What's Hot
- শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান; দিনক্ষণ তিনিই জানাবেন-হুমায়ুন কবির
- এনসিপি ও ইসির মাঝে শাপলা প্রতীক নিয়ে দ্বন্দ্ব; যা জানালেন ইসি
- ষড়যন্ত্র উপেক্ষা করুন-প্রধান উপদেষ্টাকে যা বললেন ফারুক
- সাংবাদিকদের লাঞ্ছিত করায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
- আঃ লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা
- জামায়াতে আমীরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতে আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতের উপর চাপানোর অভিযোগের কড়া প্রতিবাদ জনালেন এহসানুল মাহবুব জুবায়ের
Author: Sad Bin
আজ ৫ মার্চ রোজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আশা প্রকাশ করে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান দোয়া চেয়েছেন। তিনি দ্রুত আদালত থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যও দোয়া চেয়েছেন। শাজাহান খানের কাছে এক সাংবাদিক কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আছি আলহামদুলিল্লাহ্ তোমাদের দোয়ায়। আমার জন্য দোয়া করবা । সাংবাদিক যখন প্রশ্ন করেন যে কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি… এ সব বিষয়ে…
রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসেন বঙ্গভবনে । ৫ মার্চ রোজ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন। দায়িত্বগ্রহণের কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে । তবে বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ।
আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দলটির ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অতীতে সকল সংগ্রামে বিজয় ঐক্যের কারণেই এসেছে, কিন্তু বর্তমানে তা বিনষ্ট করছে নানান অহেতুক দ্বন্দ্ব । তিনি বলেন, এই কঠিন সময়ে বড় শক্তি হচ্ছে জাতীয় ঐক্য , তবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে আমাদের এই বিভাজন । ঐতিহ্যের সাথে দৃশ্যমান হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডও , তাই নতুন করে ঐক্যের পথ খুঁজে বের করা প্রয়োজন। পাশাপাশি, বিদ্বেষ নয়, বরং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার স্থানীয় কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সমাজে কিছু অস্থিরতা লক্ষ্য করছি। দেশের অর্থনীতির অবস্থা অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার প্রবণতা দেখা যাচ্ছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, এ মুহুর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশী প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে তুলতে চাই। যেখানে ঐক্যবদ্ধ থাকবে পুরো জাতি । এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হেটে…
এলাকাবাসীর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী’সহ মোট ৭ জন আহত হয়েছেন গতকাল রাতে ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ।এসময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেন নিতি। শিক্ষার্থীরা জানান, এরপর তাকে ধাক্কা দেয় স্থানীয় কয়েকজন । এরপর মারধরও করা হয় ওই শিক্ষার্থীকে । একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দেয় এবং দুইজন ঘটনাস্থলে আসলে মারধর করে আটকে রাখা হয় তাদেরও । ছাত্রদের ধারনা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহিদুল হকের নির্দেশে তাদের ওপর স্থানীয়রা হামলা করে।
আজ এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) ও এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি বিএনপি এর দুই পেশাজীবীর এই দুটি সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিচে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এর দেওয়া নোটিশ উল্লেখ করা হল
আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বলেছেন, পুরোনো সংবিধান ও শাসন কাঠামো আগের মতই রেখে সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন নতুন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও । নাহিদ ইসলাম এই বিষয়ে জানান, এনসিপি দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গঠনতন্ত্র প্রণয়নের সকল কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
ফাল্গুণী দাস চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ।তিনি ঢাকা এসছিলেন বই মেলায়। রাজনীতি থেকে বহু বছর ধরেই দূরে আছেন তিনি। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খিলাফত মজলিশের একজন নেতা সাকিব মাহমুদ রুমি ফাল্গুনী কে হঠাৎ বইমেলায় খুঁজে পেয়ে হিন্দু ধর্মাবলম্বী ইস্কনের দালাল বলে ঘিরে ধরেন এবং লোক জড়ো করেন। এই মেয়েটাকে বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকার পরেও শাহবাগ থানায় দিয়ে আসা হয়। পুলিশ তৎক্ষনিক মামলা দিয়ে গ্রেফতার করে তাকে।
পথশিশুদের সাথে ইফতার করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।রবিবার এক ফেইসবুক পোস্টে পথ শিশুদের সাথে ইফতারের কিছু ছবি শেয়ার করেছেন এই উপদেষ্টা যেখানে দেখা যায়,সুবিধা বঞ্চিত শিশুদের সাথে এক কাতারে বসে ইফতার করছেন তিনি,তার ছখে মুখে আনন্দ ও প্রশান্তি ছাপ।পোস্টের ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত না। পথশিশুদের সাথে প্রথম ইফতার। সুন্দর হোক ওদের জীবন।’
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক আবরার ফাহাদকে ২০২৫ সালের মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। আজ ৩ মার্চ রোজ সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ফেসবুকে লিখেছেন, “আবরার ফাহাদ মুক্ত চিন্তার প্রতিচ্ছবি, তার আত্মত্যাগ ন্যায়বিচারের পথে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!”২০১৯ সালে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হলে তা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। আজও শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে স্মরণ করা হয় তাকে।