What's Hot
- শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান; দিনক্ষণ তিনিই জানাবেন-হুমায়ুন কবির
- এনসিপি ও ইসির মাঝে শাপলা প্রতীক নিয়ে দ্বন্দ্ব; যা জানালেন ইসি
- ষড়যন্ত্র উপেক্ষা করুন-প্রধান উপদেষ্টাকে যা বললেন ফারুক
- সাংবাদিকদের লাঞ্ছিত করায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
- আঃ লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা
- জামায়াতে আমীরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতে আমীরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- জামায়াতের উপর চাপানোর অভিযোগের কড়া প্রতিবাদ জনালেন এহসানুল মাহবুব জুবায়ের
Author: Sad Bin
লিবারেল পার্টির প্রধান ও অর্থনীতিবিদ মার্ক কার্নি আজ ১৪ মার্চ শুক্রবার শপথ নিলেন কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে । তিনি অটোয়ার রিডো হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন ইংরেজি ও ফরাসি ভাষায় ।কার্নি শপথ শেষ হলে বলেন, ” কখনোই আমেরিকার অংশ হবে না এই কানাডা।” নতুন মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে তার নেতৃত্বে । ৫৯ বছর বয়সী এই কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে পার্টির অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে মনোনীত করা হয়।
আজ ১৫ মার্চ রোজ শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে মাগুরার শ্রীপুরে যান এবং ধর্ষণের শিকার আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ধর্ষণের মতো বড় অপরাধ দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বেড়ে চলছে এবং এসব অপরাধসমূহ ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে অনেকাংশে কমে যাবে। তিনি সংক্ষিপ্ত সভায় দোষীদের দ্রুত বিচারের জন্য দাবি জানান এবং বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আছিয়ার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। কবর জিয়ারত শেষ করে তিনি মাগফিরাত কামনা করেন আছিয়ার রূহের , তবে আছিয়ার মা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন না বাড়িতে ।
ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত সিনেমা জংলী যেখানে একটি ক্যামিও চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে ক্যামিও হলেও সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই নায়িকা। এ বিষয়ে তিনি জানান,আমার প্রতি দর্শকের আগ্রহ দেখে বেশ অবাক হয়েছি।স্পেশাল অ্যাপিয়ারেন্স হলেও আমার চরিত্র নিয়ে দর্শকরা উৎসুক প্রকাশ করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তানজিন তিশা অভিনীত ওয়েব সিনেমা ঘুমপরী। ঘুমপরী শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করে তিশা জানান,কোমায় চলে যাওয়া রোগীর চরিত্রে অভিনয় করতে যেয়ে হাসপাতালে সবসময় অক্সিজেন মাস্ক পরে থাকতে হতো তানজিন তিশাকে। একসময় শুটিং স্পটেই অসুস্থ হয়ে পড়েন তিনি ।তখন সেই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে হয় তাকে।
কিংবদন্তী চিত্রনায়ক বাপ্পারজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন তো আমার সেই সময় নাই, হিরোইনের পেছনে ছুটে ছুটে গান করব। সত্যি কথা বলতে আমাদের এখানে তো ওই রকম চিত্রনাট্যই হয় না।নির্মাতাদের ওপর আক্ষেপ প্রকাশ করে বাপ্পা আরও বলেন, আমিন খান, নাঈম বা আমার মত যারা আছে তাদের নিয়ে গল্প ভাবা হয় না। ভাবলেও, চিত্রনাট্য করতে গেলে, বলবে, বাবার চরিত্র করো বা করেন। বাবার চরিত্র যে করব, আমাদের তো বাবার মতোও অবস্থা হয় নাই। আমাদের নিয়ে চরিত্র লেখা না হলে কীভাবে কী করব।’
কিছু ছবির শুটিং ও ডাবিং অসম্পূর্ণ রেখেই পরপারে পারি জমিয়েছিলেন কিংবদন্তি নায়ক সালমান শাহ। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সত্যের মৃত্যু নেই’।নির্মাতা ছটকু আহমেদ বলেন, সিনেমার প্রচারের জন্য সব প্রস্তুতি ছিল, সালমানের জন্মদিনের আগে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল, তবে তাঁর অকাল প্রয়াণে সবকিছু ভেস্তে যায়।
না ফেরার দেশে যাবার ২৯ বছর পর এখনও ভক্তদের মনে দাগ কেটে রয়েছেন সালমান শাহ। মাত্র চার বছরে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা। তাঁর শেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’, যেখানে তিনি শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমাটির জন্য তিনি নিয়েছিলেন সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক, দুই লাখ টাকা।
হাজারো গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন হাইডিলাও এক গ্রাহকের হটপটে মূত্র মেশানোর ভিডিও ভাইরাল হলে । গত ২৪ ফেব্রুয়ারি দুই কিশোর সাংহাইয়ের এক শাখায় খাবার খাওয়ার পর প্রস্রাব করে খাবারের হটপটে , যা ধারণ করা হয় ভিডিওতে এবং পরে তা ভাইরাল হয়। এতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে । ঘটনার সত্যতা স্বীকার করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত রেস্টুরেন্টে খাওয়া বা অর্ডার করা গ্রাহকদের পুরো অর্থ ফেরত দেওয়া ও ১০ গুণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আটক করা হয়েছে এই দুই কিশোরকে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ মাগুরায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুটি আজ মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় । জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, আছিয়ার কাছে পুরো বাংলাদেশ ক্ষমাপ্রার্থী ও লজ্জিত। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সেনাবাহিনীর এক ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা যায়, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও এই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু হয় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে । সেনাবাহিনী সমবেদনা জানিয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান সরকার বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।প্রস্তাব দেওয়া হয়েছে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর করারও । তিনি জানান, বেতন-ভাতা নিয়ে চিকিৎসকরা ধর্মঘট করলেও তাদের দাবির প্রতি সরকার আন্তরিক এবং চেষ্টা করছে এর দ্রুত সমাধানের । আন্দোলন সরকারের আশ্বাসে স্থগিত হলেও এখনও কিছু ইন্টার্ন চিকিৎসক ক্লাসে অনুপস্থিত। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্য সুরক্ষা আইন উপস্থাপন করা হবে।