What's Hot
- সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ
- কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না: তারেক রহমান
- আঃ লীগ সরকার পতন উপলক্ষে চট্টগ্রামে ছাত্রশিবিরের শোডাউন
- সরকার এখন বরাবরের মতোই সতর্ক আছে: জাহাঙ্গীর আলম
- তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান
- চিকিৎসা যেন আর কারও জন্য বিলাসিতা না হয়ঃ ডা. তাসনিম জারা
- সিভিল সোসাইটি নামক দালাল দের আর মেনে নেব নাঃ সারজিস
- এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজেরঃ হাসনাত আব্দুল্লাহ
Author: Sad Bin
সম্প্রতি কারওয়ান বাজারের এক ব্যবসায়ী রোযায় তরমুজ বিক্রি করে তুমুল আলোচনায় উঠে এসেছেন। ‘ঐ কিরে ঐ কিরে কখনো আগুন কখনো কারেন্ট’ বলে চিৎকার করে তরমুজ বিক্রি করেন তিনি। তরমুজ দেখিয়ে কখনো একে আগুন কখনো রসমালাই আবার কখনো পরীমণি বলে হাঁকছেন চটুল এই ব্যবসায়ী। তার লাল টকটকে সুমিষ্ট তরমুজ খেতে দূর দুরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতার পর ক্রেতা।
লম্বা চুল, আলখেল্লা পরা এক তরুণ যিনি এক সময় ‘চান্দেও চিনে না, আমারে সূর্যেও চিনে না’ গান দিয়ে মাতিয়েছেন গান প্রিয় মানুষদের,সেই প্রমিথিউস ব্যান্ডের কণ্ঠশিল্পী বিপ্লব এখন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালিয়ে জীবন যাপন করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ট্যাক্সি চালাই, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না। মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি।’
এবার মডেলিংয়ে নাম লেখালেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরা।সামাজিক মাধ্যম থেকে জানা যায়, গো দেশী নামের একটি ব্র্যান্ডের শাড়ির মডেল হয়েছেন তিনি। তার মডেলিং এর ভিডিও ফেসবুকে শেয়ার দিয়েঁ গো দেশীর কর্ণধার অনিন্দ্য সুন্দরী সামিরার রুপের প্রশংসা করে লিখেছেন, “তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য আজও অনন্য”
গতকাল ১৫ মার্চ শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রাউজানে হলদিয়া আমির হাট বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় নিহত হয়েছেন কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল কর্মী । নিহত কমর উদ্দিন ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী । আহত কমর উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গতকাল ১৫ মার্চ শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকা আটজনকে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। যাদেরকে গ্রেপ্তার করা হয় তারা হলেন- শরীফ (২১), জুবায়ের (২২), জীবন বিশ্বাস (২১), তুহিন (২০), এমরান (২৭), শামীম (৩৫), জিহাদ (২০), ও আহম্মেদ মোল্লা (২০)। গ্রেপ্তারে আটক আটজনের মধ্যে রয়েছে- দুইজন মাদক মামলার আসামি , তিনজন দস্যুতার মামলায় , একজন পরোয়ানাভুক্ত আসামি , অন্যান্য দুইজন আসামি ।
‘বরবাদ’ সিনেমার প্রথম গান দ্বিধা! প্রেমে পড়ার অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স! গানটির শুটিং হয়েছিল একটি অফিসে যেখানে চাকরী করেন সিনেমার নায়িকা ইধিকা আর তাকে দেখতেই অফিসে ছুটে যান রোমিও শাকিব খান।এরপর চলে তাদের নানান খুনসুটি। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত হয়।
দীর্ঘ দুই দশক ধরে হানিফ সংকেত এর পরিচালনায় জনপ্রিয় ম্যাগাজিন শো ইত্যাদির মাধ্যমে বিদেশি নাগরিকরা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছেন। এবারের ঈদ বিশেষ পর্বে জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র, চীন, সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়েছেন। গুজব নিয়ে একটি নাটিকা ও নৃত্যে অংশ নেবেন তারা। হানিফ সংকেত বলেন, বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা ও আন্তরিকতা থেকে অনেক কিছু শেখার আছে। ঈদের পরদিন রাত ৮টায় বিটিভিতে প্রচারিত হবে বিশেষ এই পর্বটি।
ছবিপ্রতি বর্তমানে ১৫-২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন চিত্রনায়ক আরেফিন শুভ। তবে ক্ষেত্র বিশেষে তার সম্মানী ২৫ লাখও হয়, এমনটাই জানিয়েছেন তাঁর প্রযোজক-পরিচালকেরা। অন্যদিকে ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেতা আফরান নিশোর ছবি প্রতি পারিশ্রমিক থাকে ২০-২৫ লাখের ঘরে। ঈদের সিনেমা ‘জংলি’ তে ৮-১২ লাখ টাকার মধ্যে সম্মানী নিয়েছেন সিয়াম আহমাদ। পারিশ্রমিক ৮-১২ লাখ টাকার মধ্যে।ছবিপ্রতি তাঁর বর্তমান পারিশ্রমিক ৮-১০ লাখ টাকা। আবার পারিশ্রমিকের দিক দিয়ে একসময় শাকিব খানের পরেই ছিলেন স্বাপ্পী চৌধুরী। ছবিপ্রতি ১০-১২ লাখ টাকা পারিশ্রমিক নিতেন তিনি।বর্তমানে পারিবারিক ব্যবসায় মনোযোগী হওয়ায় সিনেমায় অনিয়মিত এই নায়ক।
গত ১৫ মার্চ শুক্রবার ময়মনসিংহ নগরীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে আমিনুল ইসলাম (২৫) নামে এক নির্মাণশ্রমিককে এলাকাবাসী আটক করে মারধর করে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি নিয়োজিত ছিলেন মাসকান্দা এলাকার এক নির্মাণকাজে এবং কুড়িগ্রামের রাজারহাটে তার বাড়ি । বিকেল বেলা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় তাকে এলাকাবাসী ধরে ফেলে । জানা যায়, একই এলাকায় আগেও এক ছাত্রীকে তিনি উত্ত্যক্ত করেছিলেন।পুলিশ খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করে তারপর থানায় নেয়। ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।আমিনুলকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার নরসিংদীর পলাশে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নয় , জনগণের কল্যাণে জন্য তিনি রাজনীতি করেন। তিনি বলেন, কালো টাকা, সন্ত্রাস ও দুঃশাসনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না, বরং চর্চা করে সততা ও গণতন্ত্রের রাজনীতি । তিনি এই বলে হুঁশিয়ারি দেন, যদি টাকার বিনিময়ে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ সমর্থকদের আশ্রয় দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে, যেখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ।