Author: Sad Bin

আজ ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুর বেলা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জানিয়েছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’নামে স্বীকৃতি পাবেন এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন। আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং এককালীন ভাতাসহ দেওয়া হবে সরকারি সুবিধাসমূহ। এছাড়া, তিনি আরও আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচিত সরকার ‘জুলাই অভ্যুত্থানের চেতনা’এটি ধারণ করে এই কার্যক্রম চালিয়ে যাবে।

Read More

আসন্ন রমজানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সুলভ মূল্যে ৫০ লাখ পরিবারকে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। আলী ইমাম মজুমদার (খাদ্য উপদেষ্টা ) এই বিষয়ে জানিয়েছেন, প্রতিটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে মোট ১৫ কেজি করে চাল দেওয়া হবে। মার্চ ও এপ্রিল মাসে এই চাল বিতরণ করা হবে মোট ৩ লাখ টন , যার সুষ্ঠু বাস্তবায়নে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের । রাজধানীতে ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে এই চাল বিক্রি হবে এবং তত্ত্বাবধান করা হবে ঢাকা-চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে । এছাড়া, প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন যে, প্রশাসনের মাধ্যমেই ভালো ও খারাপ উভয় ধরনের নির্বাচন হয়েছে, এবং প্রশাসনের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের সময়ও ভালো…

Read More

বাংলাদেশ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এখনই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলার সময় আসেনি, সময়ই তা নির্ধারণ করবে। তিনি জানান যে, ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেবে এবং সেখানে বার্তা দেওয়া হবে ডিসিদের নিরপেক্ষ থাকার । তিনি আরও বলেন, কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না। তিনি আরও উল্লেখ করেন ডিসিদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন কঠোর থাকবে ।

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এই আমাদের দিকেই তাকিয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও নিশ্চিত করতে একমাত্র শক্তি হচ্ছে বিএনপি । তিনি বলেন, আমরা যতটুকু করতে চেয়েছিলাম, ততটুকু হয়তো বিভিন্ন কারণে করতে পারিনি। কিন্তু তারপরেও, যতটুকুই করা হয়েছে আপনাদের জন্য, তা করেছে একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি এই বিষয়ে আরও বলেন, এখন পালিয়ে গেছে স্বৈরাচার । সামনে এখন আমাদের নতুন চ্যালেঞ্জ আসছে যে কীভাবে দেশকে পুনর্গঠন করতে হবে, অর্থনীতি ও কৃষিকে আরও শক্তিশালী করতে হবে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। আমরা দলকে নতুনভাবে সংগঠিত করার শপথ নেব…

Read More

ফাঁস হল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ধ্বংসাত্মক একটি ষড়যন্ত্রের স্ক্রিনশট , যেখানে তিনি তার দলকে সহিংস পরিকল্পনার নির্দেশ দিচ্ছেন। ফাঁস হওয়া এই কথোপকথনে নাজমুল অপর একজন ব্যক্তিকে কৌশলে কাজ করতে বলে যাচ্ছেন, শিক্ষকদের সাথে মিশে যেতে বলছেন, মিডিয়াকে বিভ্রান্ত করতে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ার পর পরিকল্পিতভাবে হামলা চালাতে বলেন। তিনি নির্দেশ দেন যে, ব্যাগে মেশিন এবং পতাকা হাতে রাখার জন্য। অপর ব্যক্তি অপর পাশ থেকে নিশ্চিত করেন যে, সকালের আগেই তিনি উপস্থিত থাকবেন।

Read More

গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান একটি বক্তব্যে বলেছেন, দেশ থেকে জালেমকে তাড়ানো গেলেও এখনো দেশের মানুষের সঙ্গে জুলুম করছে একটি গোষ্ঠী, জুলুমকে আমরা এখনো তাড়াতে পারিনি। যা দূর করার জন্য কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র ।তিনি ঝালকাঠিতে জামায়াতের কর্মী সম্মেলনে বলেন, ইসলামিক দলগুলোকে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য ভোট দিতে হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দিনের ভোট রাতে নিয়েছে ২০১৮ সালে । এছাড়া, ১০ টাকায় চালের প্রতিশ্রুতি দিয়ে তারা ৭০ টাকায় বিক্রি করেছে।

Read More

জামালপুরের ইসলামপুর থেকে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের হত্যা মামলার আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় নিজ বাড়ি থেকে । তিনি ইসলামপুরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ এই বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ‘ ডেভিলহান্ট অপারেশন’-এর অংশ হিসেবে এবং তাকে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।

Read More

প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়া সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সবাই ১১তম দিনেও পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহবাগে । ১৬ ফেব্রুয়ারি রোজ রোববার সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ এই যে, তিনটি ধাপে চূড়ান্তভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হলেও, গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের এক রিট আদেশে বাতিল করা হয় তাদের এই নিয়োগ। এরপর থেকেই তারা পুনরায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে এবং সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ।

Read More

আজ ১৬ ফেব্রুয়ারি রোজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, এখন থেকে আর পাসপোর্ট করার জন্য পুলিশের ভেরিফিকেশন লাগবে না।একে তিনি এক প্রকার হয়রানি হিসেবে উল্লেখ করেন এবং এই বিষয়ে জানান, এটি নাগরিকদের অধিকার। ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই হচ্ছে সরকারের প্রধান দায়িত্ব এবং নিশ্চিত করতে হবে নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা । তিনি প্রশাসনকে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান এবং জেলা প্রশাসকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

Read More

সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।১৫ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ দাবি করেন। সাইফুল হক বলেন, বিভিন্ন বিষয়ে কমিশন হলেও প্রকৃত সংস্কারের অন্তরায় অর্থাৎ বৈষম্য বিলোপ নিয়ে কোনো কমিশন হয়নি । জাতীয় নির্বাচন আয়োজন আগামী ডিসেম্বরের মধ্যে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি ছয় মাসেও । রোজার আগে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

Read More