What's Hot
- পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না; যা বললেন সালাহউদ্দিন আহমেদ
- যে ছয় দফা দাবি জানিয়েছে কারিগরি শিক্ষার্থীরা…
- আমাকে ফ্যাসিস্ট সরকার জীবিত মানুষ চাপা দিয়ে মারার আদেশ দিয়েছিলঃ সারওয়ার্দী
- শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করায় ৮ শিক্ষার্থী বহিষ্কারঃ প্রতিবাদ ছাত্রদলের
- আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবেঃ যা বললেন প্রধান উপদেষ্টা
- সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: এনসিপি-আখতার হোসেন
- বাজারে সবজির চড়া দাম, কৃষকদের হতাশাঃ বাজার পরিদর্শনে যা জানা গেলো!
- নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ এনসিপি-র
Author: Sad Bin
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত শেষ করার সময় বাড়িয়েছে ২০ এপ্রিল পর্যন্ত । ১৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ট্রাইব্যুনাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ইতোমধ্যে আজ তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার হওয়া এই ১৬ জনকে , যার মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, সালমান এফ রহমান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আরও অনেকে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আবেদন করেন সময় বৃদ্ধির…
রাজধানীর মিরপুরে চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম এই আউটলেটটি উদ্বোধন করেন। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, রাজধানীর মিরপুর-২-এ হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি উপলক্ষে মিম তার বক্তব্যে বলেন, “দেশের নাম্বার অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।…
এনআইডি তথ্য ফাঁস হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন নতুন পদক্ষেপ নিয়েছে । এনআইডি নিয়ন্ত্রক ও মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এখন থেকে সরাসরি এনআইডি তথ্য প্রদান করা হবে না। শুধুমাত্র নাম ও জন্মতারিখ দিয়ে চুক্তিবদ্ধ সকল প্রতিষ্ঠানগুলো অনলাইনে তাদের সকল তথ্য যাচাই করবে, সিস্টেমই এর সঠিকতা নিশ্চিত করবে । এছাড়া, সেবা চুক্তি বাতিল করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে এবং এই বিষয়ে নিরাপত্তা সার্টিফিকেট নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সিস্টেম পরিদর্শন করবে।
পরপর দুই দফা ভূমিকম্পে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল কেঁপে ওঠে দিল্লি ও বিহার। আজ ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল বেলা প্রথম ভূমিকম্পটি দিল্লি ও আশপাশে অনুভূত হয়, এর মাত্রা ছিল ৪ রিকটার স্কেল এবং গভীরতা ছিল ৫ কিলোমিটার। পরবর্তী ভূমিকম্পটি অনুভূত হয় বিহারে । তখন স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিট, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে, এতে পাওয়া যায়নি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আফটার শক নিয়ে ।
বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য ও রাষ্ট্রের ভূমিকা দৃশ্যমান করার জন্য আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যার কারণে জনগণ দেশের আইন তাদের হাতে তুলে নিচ্ছে, যার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলকে পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা, আহতদের চিকিৎসা করা এবং পলাতকদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি বলেও এই বিবৃতিতে বলা হয়। বিএনপি এই বিবৃতিতে আরও বলেছে, দ্রুত নির্বাচন আয়োজন করা হচ্ছে বর্তমান সরকারের প্রধান ম্যান্ডেট এবং ফ্যাসিবাদবিরোধী আদর্শ রাজনীতি প্রতিষ্ঠা করা।
টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ব্রাজিল। চিলিকে ৩-০ গোলে চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেলেসাও যুবারা চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে শিরোপার দৌঁড় থেকে ৩-২ গোলে হেরে আর্জেন্টিনা ছিটকে যায় , যাদের চ্যাম্পিয়ন হতে দরকার ছিল ৪ গোলের জয় ।
আবার রিমান্ডে নেয়া হয়েছে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। আদালত জুলাই গণ অভ্যুত্থানে মিরপুরের আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের ৩ দিনের রিমান্ড দিয়েছেন । ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুর বেলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করা হয় । এসময় তাদের উপর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ হলে আদালত তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ফারজানা রূপা এবং সাংবাদিক শাকিল আহমেদকে আদালত পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন । এদিকে, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আরও ৫ জনকে ট্রাইব্যুনালে…
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ এবং সারাদেশের ২১.১ শতাংশ উত্তরদাতা মনে করেন যে, যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তবে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে। ভারতের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইন্ডিয়া টুডে এক্স-এ চালানো এক জরিপে দক্ষিণ-পূর্ব ভারতের ১৬ শতাংশ অংশগ্রহণকারী ও সারাদেশের ২৯.১ শতাংশ অংশগ্রহণকারী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে মতামত দেন। এছাড়া, উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ জনগন ও পুরো ভারতের ৩৭.৬ শতাংশ জনগন (উত্তরদাতা)ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যদিও এখন অনেকেই তাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরের এবিসি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গের বিরোধী বিজেপি বিধায়ক ও দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত। বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এই আলোচনায় তিনি এ বিষয়ে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি । তিনি দাবি করেন যে, রোহিঙ্গা বা উগ্রপন্থি নন হিন্দু, বৌদ্ধসহ বাংলাদেশি সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীরা , তাই আমাদের উচিত তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া । এসব মানুষকে ভারতের মানবিক দায়িত্ব হিসেবে আশ্রয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
আজ ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আয় করলেও কর দিচ্ছেন না— এমন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের ।এই বিষয়ে শিগগিরই উদ্যোগ নেবে এনবিআর এবং এ বিষয়ে ডিসিরা তালিকা তৈরি করবেন। তিনি আরও জানান, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে চিকিৎসক ও আইনজীবীদের ফি নেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে কর আদায় নিশ্চিত হয়। এছাড়া তিনি বলেন, যোগাযোগের অভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলের উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজারজাত হচ্ছে না, যা সমস্যা সৃষ্টি করছে উন্নয়নের ভারসাম্য রক্ষায় । ডিসিদের সঙ্গে তিনি আলোচনায় আরও বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করতে…